• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৯:৩০ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ১০:১৬ এএম

লেখক মুশতাকের দাফন সম্পন্ন

লেখক মুশতাকের দাফন সম্পন্ন

কাশিমপুর কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের (৫৩) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজধানীর লালমাটিয়ার মিনার মসজিদে নামাজে জানাজা শেষে  আজিমপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয়রা অংশ নেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যান লেখক মুশতাক আহমেদ। ডিজিটাল নিরাপত্তা আইনে র‌্যাবের করা মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় সোয়া ৭টার দিকে মুশতাক আহমেদ কারাগারে মাথা ঘুরে পড়ে অচেতন হয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরে অবস্থার উন্নতি না হলে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর রাত ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুশতাক আহমেদ নারায়ণগঞ্জের আড়াই হাজার থানার ছোট বালাপুর এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছিল। ২০২০ সালের আগস্ট মাস থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।