• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৫:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৬:০৬ পিএম

‘ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের’

‘ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি, তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের। সমালোচনা যারা করার তারা করবেন। যারা সমালোচনা করছেন, তারা বাস্তবতা উপলব্ধি করতে পারছেন না।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যুক্ত হন তিনি।

কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কারও মৃত্যু কাম্য নয়। তবে সেটাকে কেন্দ্র করে দেশে অশান্তি সৃষ্টি করা সেটাও সঠিক নয়। কেউ অসুস্থ হয়ে মারা গেলে কী করার আছে?”

শেখ হাসিনা বলেন, “কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়াতে পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য।”

এ সময় তার সঙ্গে বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয়া শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন