• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০১:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২১, ০২:১৩ পিএম

মুশতাকের মৃত্যুর প্রতিবাদ

ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে, ডিডিজটাল নিরাপত্তা আইন বাতিল ও এই আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি বাধায় এখনো মিছিলটি সেখানে অবস্থান নিয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দিয়ে যাচ্ছেন।

এর আগে সকালে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা দেয় ছাত্র সংগঠনগুলো। মিছিল শুরুর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে ও শিক্ষা ভবন চত্বর তিন স্তরের ব্যারিকেড দিয়ে অবস্থান নেয় পুলিশ।