• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৪:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২১, ০৫:০৪ পিএম

‘বেসরকারি খাতে টিকা দেবে না সরকার’

‘বেসরকারি খাতে টিকা দেবে না সরকার’

বেসরকারি খাতকে সরকার কোনো টিকা দেবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে রেড ক্রিসেন্টের কিট হস্তান্তর অনুষ্ঠানে ডিজি এ কথা বলেন।

খুরশীদ আলম বলেন, “করোনাভাইরাস প্রতিরোধে টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। সময়মতো সব টিকা আসবে।”

স্বাস্থ্য মহাপরিচালক আরো বলেন, “বেসরকারি খাতকে সরকার টিকা দেবে না, তারা আমদানি করে দিতে পারবে। তবে সরকার সেক্ষেত্রে মূল্য নির্ধারণ করে দেবে।”

শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের ডাটা চাওয়া হয়েছে উল্লেখ ডিজি বলেন, “যত দ্রুত সম্ভব তাদের টিকা দেওয়া হবে।”