• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ১, ২০২১, ০৫:১৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১, ২০২১, ০৫:১৮ পিএম

মুশতাকের মৃত্যুর হলফনামা চেয়েছেন হাইকোর্ট

মুশতাকের মৃত্যুর হলফনামা চেয়েছেন হাইকোর্ট

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনা লিখিতভাবে (হলফনামা আকারে) জানাতে বলেছেন হাইকোর্ট।

এ মামলার অপর আসামি কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের জামিন আবেদনের শুনানিকালে সোমবার (১ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

মুশতাকের জামিন আবেদনটিও এ দিন শুনানির জন্য কার্যতালিকায় ছিল।

শুনানিকালে আইনজীবী ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া আদালতকে বলেন, “লেখক মুশতাক আহমেদ মৃত্যুবরণ করেছেন।” তখন আদালত আইনজীবীকে বলেন, “সেটি আপনি হলফনামা আকারে জানান। তখন তার জামিন আবেদন বাদ দেওয়া হবে।”