• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ১২:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ১২:৫০ পিএম

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ

দেশে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৫ জন এবং নারী ভোটার ৫ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন।

মঙ্গলবার (২ মার্চ) ‘জাতীয় ভোটার দিবস-২০২১’ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা এ হালনাগাদ তথ্য প্রকাশ করে।

এর আগে সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এই দিবসের উদ্বোধন করেন। 

এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অ.) মো. শাহাদাত হোসেন, ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত ছিলেন। 

তৃতীয়বারের মতো দেশে পালন করা হচ্ছে দিবসটি। ২০১৮ সাল থেকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

আরও পড়ুন