• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ০৫:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ০৫:৫৫ পিএম

চাকরীর প্রলোভনে ধর্ষণ

বিআইডব্লিউটিএ কর্মচারী রিমান্ডে

বিআইডব্লিউটিএ কর্মচারী রিমান্ডে

রাজধানীর সবুজবাগে পোশাক কারখানার এক কর্মীকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মচারী সঞ্জীব কুমার দাস ও তার সহযোগী আনিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এসময় সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী। 

শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১ মার্চ দিবাগত রাতে মাদারটেক এলাকার একটি বাসা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে সবুজবাগ থানা পুলিশ

জানা যায়, ওই নারীকে ব্যাংকে চাকরি দেয়ার নাম করে গত ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ মাদারটেকের একটি বাসায় ডেকে নিয়ে যান সঞ্জীব দাস। তার সঙ্গে রাসেল, জামাল, আজিজুর রহমান ও আনিকা নামে এক নারী বাসায় ছিলেন। সেখানেই ওই নারীকে সঞ্জীবসহ বাকিরা ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার সবুজবাগ থানায় সঞ্জীব ১ নম্বর আসামি করে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী।