• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২, ২০২১, ১০:০৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২, ২০২১, ১০:২৪ পিএম

উপাচার্য কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইউজিসির

উপাচার্য কলিমউল্লাহর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইউজিসির

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ইউজিসির তদন্ত কমিটি।

মঙ্গলবার (০২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উন্নয়ন প্রকল্পে উপাচার্য কলিমউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়মের প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে মঞ্জুরী কমিশন।

২০১৫ সালে একনেক সভায় ছাত্রীদের আবাসনের জন্য প্রধানমন্ত্রীর নামে শেখ হাসিনা  এবং তাঁর স্বামীর নামে ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট-এর ভবন নির্মাণের বরাদ্দসহ প্রায় ৯৮ কোটি টাকা অনুমোদন দেয়া হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে। সেসময় দায়িত্বে ছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর উন নবী।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিযোগ, ২০১৭ সালে নাজমুল আহসান কলিমউল্লাহ নতুন উপাচার্য নিয়োগ পাওয়ার পর প্রকল্পের তদারকির জন্য তার ঘনিষ্ঠজনদের নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে ভবন দুটির নকশা পরিবর্তন করে প্রায় দ্বিগুণ নির্মাণ ব্যয় ধরা হয়।