• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০১:২৭ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সমাবেশ

রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সব হত্যাকাণ্ডের বিচার ও গণমাধ্যম দমনের চেষ্টায় করা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ করছে নাগরিক (সুজন)।

বুধবার(৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক-এর সদস্যরা এ প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশ থেকে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বক্তব্য রাখেন। সমাবেশে শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করবে বলে জানান তারা।

এদিকে অপ্রীতিকর যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত রয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সু-শাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, নাগরিক ঐকের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতির জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরো অনেকে।

এছাড়াও সমাবেশে অংশ নিয়েছেন সাধারণ ছাত্র অধিকার পরিষদসহ বামপন্থি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।