• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০১:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০১:৪৭ পিএম

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো ও বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেছে তার পরিবার।

বুধবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করা হয়। খালেদা জিয়ার পক্ষে তার ভাই শামীম ইস্কান্দার আবেদনপত্রে স্বাক্ষর করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, "এ বিষয়ে কি ব্যবস্থা নেয়া যায় তা পরীক্ষা-নিরীক্ষার জন্য আবেদনপত্রটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। আবেদনটি আইন মন্ত্রণালয়েও পাঠানো হবে। তাদের মতামত পেলে এ বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।"

এদিকে খালেদা জিয়ার পারিবারিক সূত্রে জানায়, করোনার কারণে দেশে তার উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। বয়স, শারীরিক অসুস্থতা ও মানবিক বিবেচনায় তৃতীয় দফায় মুক্তির মেয়াদ বৃদ্ধির অনুরোধ করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দিতেও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।

আগামী ২৫ মার্চ পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় দফার মুক্তির মেয়াদ শেষ হবে।