• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০৩:৩৫ পিএম

বিএনপির ৬ নেতার আগাম জামিন

বিএনপির ৬ নেতার আগাম জামিন

বিএনপির যুগ্ন মহাসচিব হাবিবুন নবী সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ৬ নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ মার্চ) আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল।

জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে।

জামিন পাওয়া অন্য নেতারা হলেন- ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।

গত ২৮ ফেব্রুয়ারি কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশের সময় জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে নেতাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।