• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৩:৫২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০৩:৫২ পিএম

শাহীন রেজা নূরকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

শাহীন রেজা নূরকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা

সাংবাদিক ও প্রজন্ম ’৭১–এর সাবেক সভাপতি শাহীন রেজা নূরের কফিনে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সাবেক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বুধবার সকাল সাড়ে ১০টায় শাহীন রেজা নূরের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরকারের মন্ত্রী, রাজনৈতিক নেতা, লেখক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শাহীন রেজা নূর অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৩ ফেব্রুয়ারি কানাডার ভ্যাঙ্কুভারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হয় তার। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার ছেলে সৌরভ রেজা জানান।

শ্রদ্ধা জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, “আমরা একজন নক্ষত্র হারালাম। শাহীনকে আমি বাচ্চাবেলা থেকে চিনতাম। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।”