• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৫:০১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০৫:১৮ পিএম

২৬ মার্চের মধ্যে ডিজিটাল আইন বাতিল দাবি 

২৬ মার্চের মধ্যে ডিজিটাল আইন বাতিল দাবি 

আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

সংগঠনের পক্ষে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ দাবি জানান।

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এর আগে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাজের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আগামী ২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।  না হলে করা ‘কঠোর আন্দোলন’ গড়ে তোলা হবে।

আলোকচিত্রী শহিদুল আলম বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রকাশ্যে সবাইকে রাস্তায় নামা ছাড়া উপায় নেই।”

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু হয়। মিছিলটি প্রথমে প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারার সামনে পুলিশের দেওয়া ব্যারিকেডে বাধা পড়ে। বাধা উপেক্ষা করে মৎস্য ভবনের সামনে গেলে মিছিলটি আবারও ব্যারিকেডে পড়ে। শাহবাগে আবারও ব্যারিকেডের মুখে পড়ে। তবে এসব ব্যারিকেড পেরিয়ে মিছিলটি সামনে এগিয়ে যায়। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গেলে সেখানে শক্ত ব্যারিকেডে আটকা পড়ে মিছিলটি।