• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২১, ০৯:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২১, ০৯:৩৪ পিএম

‘চল্লিশের নিচে কেউ টিকা পাবে না’

‘চল্লিশের নিচে কেউ টিকা পাবে না’

যাদের বয়স চল্লিশ বছরের কম তাদের করোনার টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনাবিষয়ক সভার পর স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। 

জাহিদ মালেক বলেন, “ভারতে ৬০ বছর বা এর বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হয়। আমাদের দেশে এটা অনেক কমিয়ে ৪০ বছরে নিয়ে এসেছি। আমাদের হাতে যদি ভ্যাকসিন বেশি আসে, তাহলে বয়সের বিষয়টি চিন্তা করতে পারব। শিডিউলও পরিবর্তন করতে পারব। আমাদের সবসময় চেষ্টা থাকবে, নিশ্চিত হয়ে যেন আমরা কাজ করি। সেকেন্ড ডোজ যেন আমাদের হাতে থাকে। সেটাকে মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি।”

টিকা কেনার জন্য ইতোমধ্যে বিভিন্ন সংস্থা সাড়ে তিন হাজার মিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সরকার যে পরিকল্পনা করেছে, তাতে ১৩ কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে।”