• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৭:৫০ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৮:০৬ এএম

এইচ টি ইমাম আর নেই

এইচ টি ইমাম আর নেই

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)।

কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে তিনি ভর্তি ছিলেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সোয়া ১টায় চিকিৎসকরা এইচ টি ইমামকে মৃত ঘোষণা করেন।

বুধবার (৩ মার্চ) এইচ টি ইমামের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে তিনি এই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

এইচ টি ইমামের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

১৯৩৯ সালে জন্ম হয় এইচ টি ইমামের। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন তিনি।