• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০১:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০২:১৮ পিএম

‘‍‍নিরাপত্তার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন‍‍’

‘‍‍নিরাপত্তার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন‍‍’

দেশের সব মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “নিরাপত্তার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। এর অপপ্রয়োগ যেন না ঘটে সেটা দেখা হবে।”

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সচিবালয় থেকে ভার্চুয়ালি অংশ নেন।

তথ্যমন্ত্রী বলেন, “কোনো আইনের মাধ্যমে কারাগারে গিয়ে কারো মৃত্যুর পর আইন বাতিল করলে দেশের সব আইন বাতিল করতে হবে।”

জিয়াউর রহমান প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক বলেই তার পদ বাতিলের দাবি উঠেছে। তবে এখনো পদ বাতিলের সিদ্ধান্ত হয়নি।”

বেগম জিয়ার মুক্তির প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “বেগম জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার আইনগত বিষয়টি খতিয়ে দেখছে সরকার।”