• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৩:২৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৩:২৮ পিএম

বাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

বাংলাদেশকে জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা

উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের জন্যে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা জানিয়ে এক ভিডিও বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, “প্রিয় সুধী, বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করায় আজ আমি সত্যিই উচ্ছ্বসিত। সমৃদ্ধ অর্থনীতি আর কোটি কোটি মানুষের দারিদ্র্য বিমোচনের প্রতিশ্রুতি বজায় রেখেছে এই দেশটি। এছাড়াও বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আর শিক্ষার প্রসারও প্রশংসার দাবিদার বলে মনে করছি আমি।”

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা জানিয়ে তিনি আরো বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের জন্য নতুন মাইলফলক। বাংলাদেশের দূরদর্শী নেতৃত্ব আর পরিকল্পনা ২০৩০ সালের মধ্যে দেশটিকে টেকসই অর্থনীতির সব বৈশিষ্ট্য অর্জনে সাহায্য করবে। এই পথ পরিক্রমায় জাতিসংঘ বাংলাদেশের জন্য সব ধরণের সহায়তা অব্যহত রাখবে।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার (৪ মার্চ) তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে শেয়ার করেছেন এই ভিডিওটি। দুপুরে তার ফেসবুক পেইজেও সাড়া জাগায় জাতিসংঘ মহাসচিবের এই বার্তা।

ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।