• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৪:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৪:১৬ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামকে শেষ শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে এইচ টি ইমামকে শেষ শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। সিরাজগঞ্জে প্রথম জানাজা শেষে মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।

সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম (বীর প্রতীক) ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

তাদের নিবেদন শেষে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ওই সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক, আব্দুর রহমান প্রমুখ। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস শ্রদ্ধা নিবেদন করেন।

বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে এইচ টি ইমামের দাফন সম্পন্ন হবে।