• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৪:৩৫ পিএম

ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ১৩ এপ্রিল

ফারুকী হত্যা মামলার প্রতিবেদন ১৩ এপ্রিল

ইসলামী ফ্রন্ট নেতা ও চ্যানেল আইয়ের ‘কাফেলা’ অনুষ্ঠানের উপস্থাপক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মাওলানা শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৪ মার্চ) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ধার্য করেন।

২০১৪ সালের ২৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজার মুন্সীবাড়ীর চার তলা ভবনের দুই তলায় পরিবারের সবাইকে বেঁধে ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাতেই নিহতের ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

পরবর্তী কালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।