• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০৫:২৪ পিএম

মুশতাকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্তের দাবি ফখরুলের

মুশতাকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্তের দাবি ফখরুলের

লেখক মুশতাক আহমেদের মৃত্যু নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মুশতাককে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করে অন্যায়ভাবে কারাগারে আটক রেখে হত্যা করা হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, “এ আইনের মাধ্যমে সরকার জনগণের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “শুধু একটি নয়, এই আইনে প্রায় ৭০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তারকৃতদের মুক্তি চাই।”

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।