• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ০৯:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ০৯:২৮ পিএম

নিম্ন আদালতে ৭ মার্চ উদযাপন

নিম্ন আদালতে ৭ মার্চ উদযাপন

১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ৫০ বছর উদযাপন করা হয়েছেন ঢাকার নিম্ন আদালতে।

রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা করেন ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী, মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, ঢাকার বিচারক (জেলা জজ) মো. মজিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের  বিচারক (জেলা জজ) তাবাসসুম বেগম,  বিজ্ঞ সিএমএমএ, এম জুলফিকার হায়াত, বিজ্ঞ সিজেএম সৈয়দ মাসফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত জাহান শুচিসহ ঢাকা জেলার  বিভিন্ন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ  উৎপল ভট্টাচার্য এবং সার্বিক সহযোগিতা করেন যুগ্ম জেলা জজ মো. আলমগীর হোসাইন।