• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৭, ২০২১, ১০:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৭, ২০২১, ১০:২১ পিএম

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সোমবারও হতে পারে

রাজধানীতে হঠাৎ বৃষ্টি, সোমবারও হতে পারে

রাজধানীতে অল্প আকারে বৃষ্টি হয়েছে।

রোববার (৭ মার্চ) রাত পৌনে ৯টার দিকের চলতি মৌসুমে এটাই প্রথম বৃষ্টি। সোমবারও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেছেন, “রোববার অল্প বৃষ্টি হয়েছে। রাতে বজ্রসহ দমকা বাতাসও হতে পারে। সোমবারও হালকা বৃষ্টিসহ দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকার আংশিক মেঘলা থাকতে পারে।

পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।”

এদিকে টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। রোববার সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেয় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। রোববার সকাল ৬টা পর্যন্ত নেত্রকোনায় সামান্য ও সিলেটে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।