• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৫:০৭ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২১, ০৫:০৭ পিএম

গোল্ডেন মনিরের অস্ত্র মামলার অভিযোগপত্র গ্রহণ

গোল্ডেন মনিরের অস্ত্র মামলার অভিযোগপত্র গ্রহণ

রাজধানীর মেরুল বাড্ডার গাড়ি এবং স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

সোমবার ঢাকার মহানগর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ তদন্ত কর্মকর্তার দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ করে মামলার চার্জগঠনের জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল মালেক আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন। গোল্ডেন মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ২২ নভেম্বর ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর দিবাগত রাতে মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ ও প্রায় ৯ লাখ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তার বাসা থেকে আট কেজি স্বর্ণ ও নগদ এক কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুইটি মামলা করা হয়।