• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৮, ২০২১, ০৫:৩২ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৮, ২০২১, ০৫:৩৭ পিএম

‘বঙ্গবন্ধুর ভাষণ আজও সমানভাবে প্রাসঙ্গিক’

‘বঙ্গবন্ধুর ভাষণ আজও সমানভাবে প্রাসঙ্গিক’

অনেক ভাষণ আছে যা দেওয়ার পর গুরুত্ব হারিয়ে ফেলে, কিন্তু ৫০ বছর পরও বঙ্গবন্ধুর ভাষণটি সমানভাবে প্রাসঙ্গিক বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৭ মার্চের ভাষণ উপলক্ষে সোমবার (৮ মার্চ) তিনি এ কথা বলেন। শেখ হাসিনা সরকারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

ভবিষৎতের করণীয় সম্পর্কে নির্দেশনা ছিল ৭ মার্চের ভাষণে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের একটি মহল বুঝতে না পারলেই আন্তর্জাতিক মহল ভাষণের তাৎপর্য বুঝতে পেরেছে।”

প্রধানমন্ত্রী আরো বলেন, “পৃথিবীর অনেক ভাষণ আছে যা দেওয়ার পরপরই তাৎপর্য হারিয়ে ফেলে। আমরা ৭ মার্চের ভাষণের ৫০ বছর উদযাপন করছি। ৭ মার্চের ভাষণে গেরিলা যুদ্ধের সব দিকনির্দেশনা দিয়ে ছিলেন বঙ্গবন্ধু।”