• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২২, ২০২১, ০৬:১১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২২, ২০২১, ০৬:২৫ পিএম

ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হচ্ছে ‘মুজিব চিরন্তন’

ষষ্ঠ দিনে অনুষ্ঠিত হচ্ছে ‘মুজিব চিরন্তন’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ষষ্ঠ দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠান।

সোমবার (২২ মার্চ) বিকাল পৌনে ৫টায় রাজধানীর প্যারেড গ্রাউন্ডে শুরু হয় এই অনুষ্ঠান। ১০ দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আজকের প্রতিপাদ্য ‘বাংলার মাটি আমার মাটি’। অনুষ্ঠানের সঞ্চালনা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

এছাড়া আরো উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা, শিক্ষামন্ত্রী দীপু মনি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

জানা যায়, অনুষ্ঠানের প্রথম পর্বে বিকাল পৌনে ৫টা থেকে ৬টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ৩০ মিনিটের বিরতি শেষে রাত ৮টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানগুলো বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।