• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৩:০৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২১, ০৩:২০ পিএম

উপহারের ১২ লাখ টিকা আসছে, রপ্তানি বন্ধের তথ্য নেই

উপহারের ১২ লাখ টিকা আসছে, রপ্তানি বন্ধের তথ্য নেই

ভারত থেকে উপহারের ১২ লাখ ভ্যাকসিন দেশে আসবে এবং টিকা রপ্তানি বন্ধের বিষয়ে ভারতের কোনো সিদ্ধান্তের তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য সচিব সাংবাদিকদের এ কথা জানান। 

স্বাস্থ্য সচিব জানান, ভারত অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধের বিষয়ে ভারত সরকার এখনো কিছু বাংলাদেশকে জানায়নি। তাই পূর্বনির্ধারিত ১২ লাখ টিকা উপহার হিসেবে ভারত থেকে দেশে আসবে আগামীকাল (শুক্রবার)।  

এদিকে করোনাভাইরাসের টিকা পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর জানান, আগামী এপ্রিল পর্যন্ত টিকাসেবা দিতে পর্যাপ্ত মজুত রয়েছে।

এখন পর্যন্ত সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে চুক্তি অনুযায়ী দুই চালানে ৭০ লাখ টিকার ডোজ দেশে এসেছে। এছাড়াও উপহার হিসেবে ২০ লাখ ডোজ ভারত বাংলাদেশে পাঠিয়েছে। মোট ৯০ লাখ ডোজ টিকা ইতোমধ্যে বাংলাদেশে এসেছে।

এদিকে ভারত সরকার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছে বলে খবর প্রকাশ পায়। বুধবার (২৪ মার্চ) দেশটির পররাষ্ট্র  মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় টিকার চাহিদা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত  নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকবে।