• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৫, ২০২১, ০৫:০৩ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৫, ২০২১, ০৫:৫৪ পিএম

প্রথম ধাপে দেড় লাখ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

প্রথম ধাপে দেড় লাখ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, “যথাযথ প্রক্রিয়া ও তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ করছি। আজ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম ধাপ প্রকাশ করা হয়েছে।”

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবির বলেন, “দেরিতে হলেও তালিকা প্রকাশ করায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে প্রথম ধাপের 'ক' তালিকাও যে ত্রুটিপূর্ণ নয়, তা বলা যাবে না। ধাপে ধাপে এ ধরনের তালিকা চূড়ান্ত করা হয়। আমি বলবো- এ তালিকায় ত্রুটি থাকলে তা সংশোধন করতে হবে।”

প্রাথমিক তালিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ ঢাকা বিভাগের ৩৭ হাজার ৩৮৭, চট্টগ্রাম বিভাগের ৩০ হাজার ৫৩, রাজশাহী বিভাগের ১৩ হাজার ৮৮৯, খুলনা বিভাগের ১৭ হাজার ৬৩০, সিলেট বিভাগের ১০ হাজার ২৬৪, বরিশাল বিভাগের ১২ হাজার ৫৬৩, রংপুর বিভাগের ১৫ হাজার ১৫৮ ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ৫৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম স্থান পেয়েছেন এই তালিকায়।