• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৮:২৯ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৮:৩২ এএম

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৬ মার্চ) ভোর ৬টায় স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা। 

তিন বাহিনীর গার্ড অব অনার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিকরা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সবাই মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি বাণীতে বলেন, "মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা জাতির জন্য একটি অনন্য উপহার।"

প্রধানমন্ত্রী তার বাণীতে দেশে ও প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের স্বাধীনতার ৫০ বছর পূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন জানান।