• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৮:৫৩ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ১০:০২ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জো বাইডেনের অভিনন্দন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জো বাইডেনের অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অভিনন্দন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান জো বাইডেন। বার্তায় জো বাইডেন বলেন, "যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানাচ্ছি।"

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন।

রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশের প্রশংসা করে জো বাইডেন বার্তায় বলেন, "রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র সব সময় বাংলাদেশের পাশে থাকবে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের মানবাধিকারের এক অনন্য দৃষ্টান্ত।" 

জলবায়ু সংকট নিরসনে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।