• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৬, ২০২১, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৬, ২০২১, ০৩:২২ পিএম

ভারতের উপহার ১২ লাখ টিকা দেশে পৌঁছেছে

ভারতের উপহার ১২ লাখ টিকা দেশে পৌঁছেছে

ভারতের উপহার হিসেবে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ১২ লাখ ডোজ দেশে পৌঁছেছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা মো. শাহরিয়ার সাজ্জাদ জানান, টিকাগুলো বিমানবন্দর থেকে তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) নেওয়া হবে। টিকাগুলো দ্রুত খালাসের জন্য বিমানবন্দরে রেফ্রিজারেশন ট্রাক, ফর্ক লিফট, সিঅ্যান্ডএফ এজেন্ট, কাস্টমস ক্লিয়ারেন্স, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদনসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া হয়েছে। 

উপহারের এই টিকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। করোনা মহামারি নিয়ন্ত্রণে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই টিকা পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

গত ২১ জানুয়ারি ভারত প্রথমবারের মতো উপহার হিসাবে ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠিয়েছে।