• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ১০:১৭ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৭, ২০২১, ১০:৪৭ এএম

প্রথম নারী কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ আর নেই

প্রথম নারী কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ আর নেই

স্বাধীনতার দিবসেই না ফেরার দেশে চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ।

শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছিলেন নমিতা ঘোষ। এরপর আবারও গান শুরু করেন। সবশেষ ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের একটি আয়োজনে অংশ নিয়েছিলেন তিনি। দুদিনের ব্যবধানে ১৪ মার্চ থেকে জ্বর ও কাশি নিয়ে দুই হাসপাতাল ঘোরার পর তার করোনাভাইরাস শনাক্ত হয়। 

আজগর আলী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর কিছুদিন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেও চিকিৎসা নেন। অবস্থার অবনতি হতে থাকলে তাকে পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালেই ২৬ মার্চ রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন নমিতা ঘোষ।

নমিতা ঘোষ ছিলেন কণ্ঠযোদ্ধা। মাত্র ১৪ বছর বয়সেই ১৯৭১ সালে কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন করেছেন।

ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরু হলে ২৭ মার্চ রাতে বুড়িগঙ্গা পেরিয়ে কেরানীগঞ্জ দিয়ে কুমিল্লা হয়ে দুর্গম পথ পেরিয়ে আগরতলা পাড়ি দেন নমিতা ঘোষ। সেখানে মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে কাজ শুরু করেন। একটি প্রামাণ্যচিত্রে অংশ নেন নমিতা ঘোষ। যা ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন হয়।

মে মাসে মায়ের সঙ্গে আগরতলা থেকে বিমানে করে কলকাতায় পৌঁছান নমিতা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রেস সচিব, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল হক বাদশার উৎসাহে যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে প্রথম নারী কণ্ঠশিল্পী হন নমিতা ঘোষ। নমিতার মা জসোদা ঘোষও রেডিওতে নিয়মিত সংগীত পরিবেশন করতেন।