• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১, ২০২১, ১২:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০২১, ১২:৪৮ পিএম

খিলক্ষেতে যাত্রীদের বিক্ষোভ

খিলক্ষেতে যাত্রীদের বিক্ষোভ

করোনার সংক্রমণ ঠেকাতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যা বুধবার (৩১ মার্চ) থেকে কার্যকর হয়েছে। রাজধানীতে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাসে উঠতে না পেরে রাজধানীর খিলক্ষেতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) ক্ষুব্ধ যাত্রীরা খিলক্ষেত এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। এতে এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শাহীন গণমাধ্যমকে জানান, করোনার সংক্রমণ বাড়ায় বাসে ৫০ শতাংশ যাত্রী বহনের নিয়ম করা হয়েছে। ফলে সকালে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ক্ষুব্ধ যাত্রীরা ১০ থেকে ১৫ মিনিট রাস্তা আটকে রাখেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর বুধবার থেকে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হয়। যাত্রী কমানোর কারণে ভাড়া বাড়ানো হয় ৬০ শতাংশ।