• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২১, ১২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৩, ২০২১, ০১:৫৪ পিএম

দু-এক দিনের মধ্যে লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ রোধে দু-এক দিনের মধ্যেই সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৩ এপ্রিল) গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রয়োজনে লকডাউনের সময় বাড়ানো হতে পারে। আজকালের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের মধ্যে জরুরি সেবাসহ শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকেরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন।

এদিকে সোমবার (৫ এপ্রিল) থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

মহামারি করোনাভাইরাসে দেশে শুক্রবার ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৫৫ জনে। এছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনে।