
আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউনের রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রশাসনমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে।
বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক, আনসারের মহাপরিচালকসহ চারটি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে লকডাউনের সময়সীমা নির্ধারণ করা হবে। আলোচনা করে চূড়ান্ত করা হবে লকডাউন বাস্তবায়নের কৌশল। এ ছাড়া শিল্পকারখানা খোলা রাখা হলে সেখানে শ্রমিকরা কীভাবে কারখানায় আসবে এবং কাজ করবে, তা নিয়েও বিস্তারিত আলেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
করোনা মহামারি ঠেকাতে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে সরকারের ঘোষিত লকডাউনের সিদ্ধান্তের কথা জানান সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।