• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ১০:৫৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২১, ০১:৪২ পিএম

‘সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে’

‘সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের জীবন সবার আগে। করোনা থেকে বাঁচতে তাই সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

রোববার (৪ এপ্রিল) এনএসআই’র নবনির্মিত বহুতল প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলে প্রধানমন্ত্রী। গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “করোনা বাধা হলেও সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। অব্যাহত থাকবে টিকাদান কর্মসূচি।”

প্রধানমন্ত্রী বলেন, “ক্ষমতায় আসার পর থেকেই সরকার দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। করোনার সময়ও আমরা অর্থনীতির গতি সচল রাখতে পেরেছি। বিশেষ করে ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচলনার ফলে সেখান থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।”

শেখ হাসিনা বলেন, “ক্রমাগত অপরাধের ধরন পাল্টাচ্ছে এবং সেদিকে নজর রেখেই উন্নত প্রশিক্ষণের দিকে নজর দিচ্ছে সরকার। আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি, এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেটা রাখতে হলে দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং করোনা মোকাবিলা করতে হবে।”