• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৭:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২১, ০৯:১৬ পিএম

স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীতে অভিযান

স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীতে অভিযান

সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ মানাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে সেটি পরিচালিত হয়। এসময় তিনি স্বাস্থ্যবিধি না মানায় বেশ কয়েকজন ব্যক্তিকে জরিমানা করেন। একই সঙ্গে অপ্রয়োজনে কেউ রাস্তায় বেরিয়েছেন কিনা—সেটাও নিশ্চিত হন।

অভিযান পরিচালনার সময় আল মামুন জাগরণকে বলেন, “সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছি। অনেকে আছেন স্বাস্থ্যবিধি মানছেন না। আবার অনেকে অপ্রয়োজনের রাস্তায় বেরিয়েছেন। তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন, অযথা রাস্তার ঘোরাঘুরি না করেন—সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

এর আগে রোববার (৪ এপ্রিল) কঠোর নির্দেশনা মানতে প্রজ্ঞাপন জারি করে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। সবসময় মাস্ক পরা ছাড়াও যেকোনো পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরি পরিস্থিতি ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যাওয়া যাবে না।