• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২১, ১২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২১, ১২:২৮ পিএম

সিপিবি নেতা মোর্শেদ আলী আর নেই

সিপিবি নেতা মোর্শেদ আলী আর নেই

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী (৭৮) আর নেই।

বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে তিনি কিছুদিন আগে প্রথমে বারডেম হাসপাতালে এবং পরে বিএসএমএমইউ-এ ভর্তি হন।

মৃত্যুর খবরটি নিশ্চিত করে সিপিবির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল ক্বাফি জানান, মোর্শেদ আলীর মরদেহ বুধবার বেলা ১১টার দিকে পল্টনে সিপিবির কার্যালয়ে আনা হয়েছে। এরপর নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দলীয় কার্যালয় ও শহীদ মিনারে এই নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পর মরদেহ শেওড়াপাড়ার বাসভবনে নেওয়া হবে।

মোর্শেদ আলী সবশেষ সিপিবির কন্ট্রোল কমিশনের সদস্য ছিলেন। এর আগে দলের সভাপতিমণ্ডলীর সদস্যও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ছিলেন ১৯৬৬-৬৭ মেয়াদে। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।