• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২১, ১০:৪৫ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২১, ১০:৪৯ এএম

আবারও স্থগিত স্বাধীনতা পদক-২০২১ প্রদান অনুষ্ঠান

আবারও স্থগিত স্বাধীনতা পদক-২০২১ প্রদান অনুষ্ঠান

করোনা পরিস্থিতিতে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক-২০২১’ প্রদান অনুষ্ঠান দ্বিতীয় দফা স্থগিত করা হলো।

বুধবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ১১ এপ্রিল ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। 

১৯৭৭ সাল থেকে প্রতিবছর ২৬ মার্চ এ পুরস্কার দিয়ে আসছে সরকার। এ বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাবেন। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা, তিন লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২৪ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানের কথা থাকলেও তা স্থগিত করা হয়। নতুন সময় নির্ধারণ করা হয় ১১ এপ্রিল। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ১১ এপ্রিলের অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। তবে নতুন তারিখ সম্পর্কে এখনো কিছু জানানো হয়।

২০২১ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন 

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম এ কে এম বজলুর রহমান
শহীদ আহসান উল্লাহ মাস্টার
মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু
বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মুন্ময় গুহ নিয়োগী
সাহিত্যে মহাদেব সাহা
সংস্কৃতিতে আতাউর রহমান
গাজী মাজহারুল আনোয়ার
সমাজসেবায় অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল