• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১, ১১:২২ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২১, ১১:২৯ এএম

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধের হুঁশিয়ারি

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধের হুঁশিয়ারি

স্বাস্থ্যবিধি না মানলে শপিং মলের দোকান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

শুক্রবার (৯ এপ্রিল) সকাল ৯টায় শপিং মলের দোকান খোলার আগে দোকানমালিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, “সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। ১৩ এপ্রিল পর্যন্ত এই নিয়মেই দোকান খোলা থাকবে। তবে কোনো দোকানে যদি স্বাস্থ্যবিধির শর্ত মানা না হয় তাহলে দোকান বন্ধ করে দেওয়া হবে।”

সকাল ৯টা থেকে রাজধানীসহ সারা দেশের শপিং মলগুলো খুলে যায়। বিকেল ৫টা পর্যন্ত শপিং মল খোলা থাকবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ এ নির্দেশনা দেন। স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়াও হুঁশিয়ারি দেওয়া হয় প্রজ্ঞাপনে।

গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ পালনের প্রজ্ঞাপন জারি করে সরকার। সেখানে সব শপিং মল ও দোকান বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই দোকানমালিকরা ব্যবসায়ে ক্ষতি হওয়ার কথা জানিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করে আসছিল। টানা ৫ দিন বিক্ষোভের পর স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার নির্দেশনা দেয় সরকার।