• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২১, ০৪:০৪ পিএম

‘হেফাজতকে নিয়ন্ত্রণে আইন আছে’ 

‘হেফাজতকে নিয়ন্ত্রণে আইন আছে’ 

হেফাজতকে নিয়ন্ত্রণের জন্য কার্যকর আইন আছে বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (১০ এপ্রিল) রাজধানীর আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর আইনমন্ত্রী এ কথা বলেন। আমাদেরকে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার দায়িত্ব দিয়েছেন জনগণ, সেখানে যদি কেউ ব্যাঘাত ঘটনোর চেষ্টা করে অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আনিসুল হক।

আইনমন্ত্রী বলেন, “রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে।”

করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, “প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে ইনজেকশনটা দিয়েছেন। কারণ আমি কোনো ব্যথা বোধ করিনি।”

সব নাগরিককে দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ করেছেন আইনমন্ত্রী।