• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২১, ০৫:৪৫ পিএম

করোনায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু

করোনায় পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প‌রি‌বেশ অধিদফতরের মহাপ‌রিচালক ড. এ কে এম র‌ফিক আহাম্মদ।

শনিবার (১০ এপ্রিল) ভোরে তিনি মারা যান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এ তথ্য নিশ্চিত করেন।

র‌ফিক আহাম্মদ রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৩ মার্চ থেকে থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

২০১৯ সালের ২২ মে ড. এ কে এম র‌ফিক আহাম্মদ পরিবেশ অধিদফতরের মহাপরিচালক হিসেবে যোগ দেন। এরআগে দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।