• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০১:১৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ০১:১৩ পিএম

বন্ধ থাকবে শপিংমল, বসে খাওয়া যাবে না হোটেল-রেস্তোরাঁয়

বন্ধ থাকবে শপিংমল, বসে খাওয়া যাবে না হোটেল-রেস্তোরাঁয়

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরে খাবার দোকান, হোটেল ও রেস্তোরাঁ খোলা থাকবে। তবে সেখানে বসে কেউ খাবার খেতে পারবে না। এছাড়া শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।

সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, “খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ করা যাবে। শপিং মলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।”

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৩ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।
 

আরও পড়ুন