• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০৬:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ০৮:০৬ পিএম

খালেদার চিকিৎসার তদারকি করছেন পুত্রবধূ

খালেদার চিকিৎসার তদারকি করছেন পুত্রবধূ

করোনাভাইরাস আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন পুত্রবধু ডা. জোবায়দা রহমান।

বিদেশ থেকে তিনি এই তদরকি করছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফ এম সিদ্দিকী।

সোমবার (১২ এপ্রিল) বিকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

শনিবার (১০ এপ্রিল) রাতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআর’বি) নমুনা পরীক্ষার রিপোর্টে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়।

বিএনপি চেয়ারপারসন বর্তমানে তার গুলশানের বাসভবনে আছেন। জরুরি পরিস্থিতিতে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালের আইসিইউসহ কেবিন বুকিং দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ভাগ্নে ডা. মামুন রহমান।