• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৯:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২১, ০৯:০৩ পিএম

আগামী ১২ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস

আগামী ১২ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাস

শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলের পর থেকে আগামী ১২ ঘণ্টার মধ্যে দেশের একাধিক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে  আবহাওয়া অধিদপ্তর।

বিকেল সাড়ে ৪টায় আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, দেশের একাধিক অঞ্চলে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগের গতিতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা কালবৈশাখী ঝড়ে রূপ নিতে পারে।

এছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, যশোর, কুষ্টিয়া ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

গত ১২ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহী, পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী, মৌলভীবাজার ও খুলনায় বৃষ্টিপাতের পর কিছুটা তাপমাত্রা কমতে পারে।