• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ১১:৩০ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২১, ১১:৩২ এএম

হঠাৎ ঝড়ে রাজধানীতে স্বস্তি 

হঠাৎ ঝড়ে রাজধানীতে স্বস্তি 

গত কয়েক দিনের ভ্যাপসা গরমে অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসী। সেই অতিষ্ঠ জনজীবনে স্বস্তি নামাল ঝড়বৃষ্টি।

শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতে ঢাকায় প্রায় এক ঘণ্টা ধরে চলে ঝড়বৃষ্টি। তার আগে বয়ে যায় ঝোড়ো বাতাস। ফলে একটি স্নিগ্ধ ভাব শনিবার নিয়ে সকাল আসে নগরীতে। আবহাওয়াও ছিল ঠান্ডা।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলছে আট দিনের লকডাউন। বন্ধ অফিস-ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে ভোরের ঝড়-বৃষ্টিতে একটু দেরিতেই ঘুম ভাঙে অনেকের।

রাতের বৃষ্টিতে ধুয়ে যায় ধুলাবালি। তাই সকালে অনেকটাই পরিষ্কার ছিল রাস্তাঘাট। গাছে গাছে ছিল সজীবতা।

রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।