• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ০৩:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ০৩:০৩ পিএম

জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা আর নেই

জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা আর নেই

বিশিষ্ট লেখক, সাংবাদিক, নাট্যকার ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আহমেদ মুসা মারা গেছেন।

শনিবার (১৭ এপ্রিল) আমেরিকার ক্যানসাস স্টেটের মিসৌরীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

এ শোকবার্তায় আহমেদ মুসার মৃত্যুর খবরটি জানায় মুক্তধারা নিউ ইয়র্ক।

বেশ কিছুদিন ধরেই আহমেদ মুসা অসুস্থ ছিলেন। প্রথমে নিউ ইয়র্কে, পরে তার মেয়ের কাছে টেক্সাসের ওকলাহোমা সিটিতে এবং শেষে কানসাসেরি মিসৌারিতে ছেলের কাছে বসবাস করছিলেন।

বাংলাদেশ থেকে আমেরিকায় অভিবাসী হওয়ার পর আহমেদ মুসা নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল পত্রিকা সম্পাদনা করেন। সাংবাদিকতা ছাড়াও তিনি উপন্যাস, প্রবন্ধ, কলাম ও বিভিন্ন নাটক রচনা করেন।