• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ১০:১৮ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২১, ১০:১৮ এএম

অর্থমন্ত্রীর বড় জামাতা দিলশাদের মৃত্যু

অর্থমন্ত্রীর বড় জামাতা দিলশাদের মৃত্যু

মারা গেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন। তিনি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থান করছিলেন।

রোববার (১৮ এপ্রিল) লন্ডনের বাসার তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।

লন্ডন পুলিশের ধারণা, দিলশাদ হোসেন আরো দুই দিন আগে অর্থাৎ শুক্রবার (১৬ এপ্রিল) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “মৃত্যুর ঘটনা সত্যি। আমরা মর্মাহত।”

অর্থমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে দিলশাদের পারিবারের সদস্যরা দেশে অবস্থান করছেন। তাই তার মৃতদেহ দেশে আনার বিষয়টি লন্ডনের বাংলাদেশ হাইকমিশন তদারকি করছে। স্থানীয় নিয়মকানুন মেনে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

দিলশাদ হোসেন ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ভাগনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই।