• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১, ০৮:০৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৯, ২০২১, ০৮:০৫ পিএম

গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড রবিন গ্রেপ্তার

গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড রবিন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রবিনকে (২১) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন।

এ সময় রবিনের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার রবিন মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর। দীর্ঘদিন ধরে রবিন ও তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

গ্রেফতারকৃত রবিনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রবিন ও তার সহযোগীরা দিনে ভূমি দখল ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতো এবং সন্ধ্যার পর থেকে মাদক ব্যবসা, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতো। 

র‌্যাব জানায়, রবিনের বিরুদ্ধে এর আগে ধর্ষণসহ মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় ৬টি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গাঙচিল বাহিনীর বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।