• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৯:৫১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ১০:৫৪ এএম

নামাজ-রোজার সুযোগ চান মামুনুল

নামাজ-রোজার সুযোগ চান মামুনুল

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়।

সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতে নেওয়া হয়। শুনানিকালে বিচারক মামুনুলকে বলেন, “আপনার কি কিছু বলার আছে। ”

জবাবে মামুনুল বলেন, “আমি প্রতি রমজান মাসে ছয়বার কোরআন শরিফ খতম দিই। রমজান মাস পবিত্র মাস। এই মাসে আমি যেন রোজা, নামাজ ও কোরআন পড়তে পারি তার সুযোগ করে দেওয়ার জন্য আবেদন করছি।”

মামুনুলের দাবির পরিপ্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন আদালত।

রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ও সিএমএম আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই বলে দাবি করেন মামুনুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।