• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৫:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০৫:২৭ পিএম

সীমিত পরিসরেই খোলা থাকবে ব্যাংক

সীমিত পরিসরেই খোলা থাকবে ব্যাংক

সরকারের কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। এর মধ্যেই সীমিত পরিসরে ব্যাংকের কার্যক্রমও চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এক সার্কুলার জারি করে এ তথ্য জানায়।

সার্কুলারে বলা হয়, ব্যাংক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে ২০২১ সালের ১৩ এপ্রিল জারি করা নির্দেশনা ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হবে। এছাড়াও লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ২টা ৩০ মিনিট পর্যন্ত।

 তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম বুথ। দিনে একলাখ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা যাবে। চালু থাকবে ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সেবা।

সার্কুলারে আরও বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে বৃহস্পতিবার, রোববার ও মঙ্গলবার। সিটি করপোরেশন এলাকায় দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে।সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা আমদানি-রপ্তানি কার্যক্রমের জন্য খোলা রাখা যাবে।

এছাড়াও নিজ নিজ ব্যাংকের প্রয়োজনে বৈদেশিক মুদ্রায় লেনদেন করা শাখা (এডি) সীমিতসংখ্যক জনবল দিয়ে খোলা রাখার নির্দেশনাও দেওয়া হয়।